CCN-UST Admission ongoing on Spring-2026 (January to June)

প্রেস রিলিজ- ইউজিসি: ২৫ মে ২০২৫
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ইউজিসি প্রতিনিধি দল

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমতির মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের একটি প্রতিনিধি দল। কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন-এর নেতৃত্বে ৫ সদস্যের কমিটি শনিবার (২৪ মে ২০২৫) বিশ্ববিদ্যালয়টি পরিদর্শন করে। এছাড়া, প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত জমি, ল্যাবরেটরি, লাইব্রেরি, শ্রেণিকক্ষসহ অন্যান্য ভৌত অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন। এসময় ইউজিসি'র বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, অর্থ, হিসাব ও বাজেট বিভাগের পরিচালক মো. রেজাউল করিম হাওলাদার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক মো. সুলতান মাহমুদ এবং প্রশাসন বিভাগের সহকারী সচিব মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, কুমিল্লায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয়টির সাময়িক অনুমতির মেয়াদ ২য় দফায় বৃদ্ধির জন্য সকল শর্ত পূরণের বিষয়টি যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিশন এ কমিটি গঠন করে। শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ, গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উৎকর্ষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউজিসি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে। এসময় বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. তারিকুল ইসলাম চৌধুরী, বিওটি সদস্য, উপাচার্য, ট্রেজারার, রেজিস্টারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ড. শামসুল আরেফিন পরিচালক জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, ইউজিসি